মঙ্গলবার, ২৭ জুলাই, ২০১০

মনের মতো বারান্দা

"নিরিবিলিতে বসে দুদণ্ড অবসর কাটাবেন? বারান্দার বিকল্প আর কী হতে পারে? সেই বারান্দাটা যদি সুন্দর, পরিপাটি করে সাজানো থাকে তো অবসরে সানন্দে চায়ের পেয়ালা হাতে চলে যেতে পারেন। চলুন তবে জেনে নিই বিশ্রামের জায়গা বারান্দা কিভাবে সাজাবেন।
দেখে নিন_বুঝে নিন
হবারান্দা সাজানোর আগে দেখে নিন এর আয়তনটা কতটুকু। ছোট বারান্দা হলে সাজানোর উপকরণগুলো যেন হালকা ধরনের হয়।
হযদি নিজেই বাড়ি বানান তো সে ক্ষেত্রে বারান্দার আয়তন খানিকটা বড় রাখতে পারেন। কারণ অবসর সময় কাটাতে পারবেন এখানে।
হবারান্দার আয়তন ছোট-বড় যা-ই হোক না কেন, যদি রোদ আসে তো যেকোনো ধরনের গাছ দিয়েই সাজাতে পারেন।
হপাতাবাহার, মানিপ্ল্যান্ট, বনসাই, ছোট পাম গাছ, ফরচুন ট্রি, চায়নিজ কামিনী এবং বিভিন্ন ধরনের ফুলের মধ্যে রঙ্গন, গোলাপ, রজনীগন্ধা, দোলনচাঁপার চারা টবে লাগাতে পারেন।
হবারান্দায় টবের ক্ষেত্রে অবশ্যই সৌন্দর্য বর্ধন করে এমন টবই পছন্দ করতে হবে। মাটির টব হলে যেন কারুকাজ করা থাকে। এ ছাড়া সিরামিক, তামা, পিতল বা সিমেন্টের টব দিয়ে বারান্দা সাজাতে পারেন।
হমাটির টবে কিছু দিনের মধ্যেই শ্যাওলা জমে যায়, তাই কয়েক দিন পরপরই টবের গায়ের শ্যাওলা পরিষ্কার করতে হবে।
হবড় বারান্দা হলে বসার জন্য সোফা রাখতে পারেন। এ ক্ষেত্রে বেতের সোফাই ভালো মানাবে। আবার ছোট বারান্দার ক্ষেত্রে মোড়া বা টুল বা নিদেনপক্ষে একটা ছোট রকিং চেয়ার রাখতে পারেন।
হদেয়াল প্লাস্টার ছাড়া রাখতে পারেন। এ ক্ষেত্রে দেয়ালে যেকোনো ধরনের গ্লসি ধাঁচের রং ব্যবহার করা যাবে। এ ছাড়াও টেরাকোটা, টাইলস বা রাস্টিক টাইলস লাগালেও ভালো দেখাবে।
হদেয়ালে ঝুলন্ত শোপিস, চিত্রকর্ম ঝোলাতে পারেন।
হবারান্দায় দেয়ালের রং খানিকটা উজ্জ্বল হলে ভালো দেখাবে। এ ক্ষেত্রে লাল, কমলা, লেমন, সবুজাভ হলুদ ভালো।
হবারান্দায় ঝুলন্ত আলো ভালো। আর রং যেন স্নিগ্ধ হয়।
হবারান্দায় অবশ্যই মৌসুমি ফুলের গাছ লাগাতে ভুলবেন না। সেই সঙ্গে ঝুলন গাছেও সাজানো যেতে পারে।


পরামর্শ

রুমানা আফজাল খান
ইন্টেরিয়র ডিজাইনার
অন্দরসজ্জা

সমস্যা

একতলা বাড়ি। বারান্দাটা বড়। কিভাবে সাজাব জানালে উপকৃত হব।
আশরাফ আহমেদ
লিলি মোড়
দিনাজপুর।


সমাধান

বসার ব্যবস্থা যেন থাকে, টবে করে গাছ লাগাতে পারেন। আর অ্যাকুরিয়াম, পাখি, খরগোশ, গিনিপিগ রাখতে পারেন। সম্ভব হলে গান শোনার যন্ত্রটি বারান্দায় রাখতে পারেন।


- Sent using Google Toolbar"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন