রবিবার, ২৫ জুলাই, ২০১০

জমি কেনার আগে যাচাই করে নিন

"সিদ্ধান্ত নিয়েছেন জমি কিনবেন। জমি কেনার আগেই প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিতে ভুলবেন না। জমি কেনার সময় কী কী কাগজপত্র যাচাই করে জমি কিনবেন জানাচ্ছেন প্রপার্টি প্লাসের ব্যবস্থাপনা পরিচালক ও এডভোকেট অসীম পাল
১. সিএস খতিয়ানের সার্টিফায়েড কপি
২. এসএ খতিয়ানের সার্টিফায়েড কপি
৩. আরএস খতিয়ানের সার্টিফায়েড কপি
৪. আরএস মিউটেশনের সার্টিফায়েড কপি
৫. মূল দলিল, বায়া দলিল/পিঠ দলিল
৬. খাজনা হালনাগাদ
৭. দায়মুক্তি সনদ,
৮. আপস বণ্টননামা
৯. মহানগর মাপ জরিপ (গ্রামে ইউনিয়ন মাপ জরিপ)

- Sent using Google Toolbar"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন